পাক সীমান্তে বড় মহড়ার কৌশল নিচ্ছে বায়ুসেনা, ইসলামাবাদকে এসপার ওসপারের ইঙ্গিত কি!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৭ ও ৮ মে বড় ধরনের মহড়ার ছক করছে ভারতীয় বায়ুসেনা।  জিও ইন্টালিজেন্স বিশ্লেষক ড্যামিয়েন সায়মন জানিয়েছেন, এই মহড়ার জন্য সংশ্লিষ্ট অঞ্চলে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকার ‘নোটিশ টু এয়ারমেন’ (NOTAM) প্রকাশ করেছে।

এই মহড়ায় অংশ নেবে ভারতীয় বায়ুসেনার প্রথম সারির যুদ্ধবিমানগুলি। যেমন, রাফাল, মিরাজ ২০০০ এবং সুখোই-৩০ এমকেআই। উচ্চ পর্যায়ের বায়ুসেনা আধিকারিকরা মহড়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং বায়ুসেনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি আরও নিখুঁত করা হবে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!