পাক্কা ১৭ মিনিট ইডেন মাতাবেন কিং খান! জেনে নিন আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের আনাচকানাচ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল অর্থাৎ শুক্রবার সব ব্যবস্থা করা থাকলেও বৃষ্টির কড়া পদক্ষেপে হয়নি কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। তাই নয়, বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে দু’দলের অনুশীলন। আজ, শনিবারের আকাশের খবর খুব একটা ভাল নয়। সকাল থেকেই কালো মেঘের ভ্রুকুটি সাড়া ফেলেেছ। দু-এক পশলা বৃষ্টি শহরের আনাচাকানাচে। সপ্তাহান্তে যাঁদের আজ অফিস। যাঁরা বাস-ট্রাম, মেট্রোতে যাতায়াত করছেন, তাঁদের হাত ফাঁকা নেই, ছাতা অবধারিত। আর তাই সকাল হতে না হতেই, কপালে ভাঁজ ক্রিকেটপ্রেমীদের। বৃষ্টি কি ভেস্তে দেবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ?

বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা মিথ্যে নয়। হাওয়া অফিসের তরফে খবর, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। আর এ খবরই আশা জাগাচ্ছে। তাই নতুন উন্মাদনা নিয়ে রেডি কলকাতাবাসী। তৈরি শাহরুখ, শ্রেয়া, দিশা, করণ, আউজলরাও।

error: Content is protected !!