📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সন্ত্রাস ও পারমাণবিক ব্ল্যাকমেলের বিরুদ্ধে আন্তর্জাতিক সহমতের প্রয়োজন, কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বেলজিয়ামের ব্রাসেলসে সফরে গিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, ‘এটা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নয়, এটা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া। তাই এ বিষয়টিকে ‘ভারত বনাম পাকিস্তান’ না ভেবে ‘ভারত বনাম সন্ত্রাসিস্তান’ হিসেবেই দেখা উচিত।’ এই মন্তব্য করে তিনি সরাসরি পাকিস্তানকে একটি ‘সন্ত্রাসপ্রেমী রাষ্ট্র’ বলে আখ্যা দেন এবং সন্ত্রাস ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জিরো টলারেন্স নীতিতে চলার আহ্বান জানান।