‘পাকিস্তানও কিন্তু চুপ করে বসে থাকবে না’, ‘বড় পদক্ষেপের’ আগে কেন্দ্রকে সতর্ক করলেন পওয়ার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পহেলগাঁও ইস্যুতে সর্বদল বৈঠকে সব বিরোধী দল কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে। কিন্তু ওই সর্বদল বৈঠকের পর ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই খানিকটা উলটো কথা শোনা গেল শরদ পওয়ারের গলায়। যেন হুঁশিয়ারির সুরে বললেন, পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করার আগে প্রত্যাঘাতের ব্যাপারেও ভেবে নেওয়া উচিত।

এনসিপি সুপ্রিমোর ইঙ্গিত, তাড়াহুড়োতে বা ক্রোধের বশে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার ফলাফল ভারতের বিপক্ষে যায়। এনসিপি (এসসিপি)-সুপ্রিমো বলছেন, “আজ হয়তো আমরা কড়া পদক্ষেপ করছি। কিন্তু মনে রাখতে হবে আগামী দিনে পাকিস্তানও পালটা দেবে। আমার মনে হয় না পাকিস্তান চুপচাপ বসে থাকবে।” উদাহরণ হিসাবে পওয়ার টেনেছেন পাক আকাশসীমা বন্ধের সিদ্ধান্তকে। বর্ষীয়ান রাজনীতিবিদ বলছেন, “ইউরোপগামী সব বিমানই পাকিস্তানের উপর দিয়ে উড়ে যায়। সেই রাস্তা বন্ধ হয়ে গেলে বিমানযাত্রার খরচ অনেক বেড়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!