📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গঙ্গাসাগরের সেতু শিলান্যাসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘ওরা কোনওদিন পাঁচালি পড়েনি। আবার মুখে বড় বড় কথা। আবার আমাদের কটাক্ষ করছে। আমরা মুখে বলি না, কাজে করে দেখাই। দুর্যোধন ও দুঃশাসন আপনারা চোখের আগুন দেখান। আমরা আপনাদের ফাগুন দেখাব।’
‘পাঁচালি পড়েনি কোনওদিন’, বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

