পহেলগামে হামলার পরেই উরিতে অনুপ্রবেশের চেষ্টা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  উরিতে জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। চিনার কর্পস-X হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, ২৩ এপ্রিল ২-৩ জন জঙ্গি উরি নালা পেরিয়ে সরজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। ওই অনুপ্রবেশের ঘটনা টের পেয়ে পাল্টা হামলা চালানো হয়েছে।

error: Content is protected !!