পহেলগামকাণ্ডে আলোচনা চায় বিরোধীরা, সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মোদীকে চিঠি রাহুলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পহেলগাম হামলার ঘটনায় আলোচনা করতে চেয়ে বিশেষ অধিবেশনের দাবি জানাল সংসদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। আরজেডি ও সিপিআইও ইতিমধ্যেই একই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, বিরোধীরা সংসদের উভয় কক্ষেই বিশেষ অধিবেশন চাইছেন। যেখানে জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে দৃঢ়তা প্রদর্শন করতে পারবে।’ তিনি আরও লিখেছেন, ‘পহেলগামের জঙ্গি হামলা প্রতিটি  ভারতীয়কে উদ্বিগ্ন করে তুলেছে। এই সংকটের সময় আমাদের দেখাতে হবে যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াবে। যত দ্রুত সম্ভব বিশেষ অধিবেশন ডাকুন।’

error: Content is protected !!