পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা, ব্রিটেন সফর পিছোলেন সলমন খান, কী জানালেন ভাইজান?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন সলমন খান। এবার ব্রিটেন সফর বাতিলের ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন বলিউডের ভাইজান। অনুষ্ঠানের নাম ‘বলিউড বিগ ওয়ান ট্যুর’। ৪ এবং ৫ মে, ব্রিটেনে সলমন খান-সহ বি-টাউনের আরও অনেক অভিনেতারই এই সফরে উপস্থিত থাকার কথা ছিল। তবে এই ইভেন্টই বাতিল করা হয়েছে আপাতত। সলমন খান জানিয়েছেন, ব্রিটেন সফরেএ এই অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হচ্ছে। আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনুষ্ঠান। পরবর্তী সময়ে নতুন তারিখ প্রকাশ করা হবে। সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ,বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, কৃতী স্যানন, দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পলের যাওয়ার কথা ছিল। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে সলমন খান নিজেই জানিয়েছেন যে এই অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে।

error: Content is protected !!