পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে বেহালায় অরাজনৈতিক পদযাত্রা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পহেলগাঁওয়ে বেড়াতে যাওয়া হিন্দু পর্যটকরা জঙ্গিদের টার্গেট। ভূ-স্বর্গ  যেন এখন মৃত্যু উপত্যকা। কেন মারার আগে ধর্ম জানতে চাইল জঙ্গিরা ? এই নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কলকাতায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড থেকে সখেরবাজার পর্যন্ত এই মিছিলে জাতীয় পতাকা হাতে সামিল হয়েছিলেন এলাকার সাধারণ মানুষজন। কর্মসূচির বিষয়ে বেহালার বিজেপি কর্মী রানা দুয়ারী Todays Story কে জানিয়েছেন, তারা বেহালায় যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। হিন্দুদের যেভাবে মারা হয়েছে, একজন সনাতনী হিসেবে তারা পথে নেমেছিলেন গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!