‘পশ্চিম এশিয়ার দাদাগিরির অবসান, ইরানের পরমাণু কেন্দ্র খতম’, ঘোষণা ট্রাম্পের, পাশে ইজরায়েল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ‘পশ্চিম এশিয়ার দাদাগিরি আর চলবে না’ – এমন ভাষাতেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার সফল বিমান হামলার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানের উপর সমন্বিত হামলায় ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এটি একটি ‘উল্লেখযোগ্য সামরিক সাফল্য’।’

হোয়াইট হাউস থেকে মাত্র তিন মিনিটের এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরান, যাকে ‘পশ্চিম এশিয়ার দাদা’ বলা যায়, তারা এখনই শান্তি স্থাপনের ঘোষণা করুক। যদি তারা না করে, ভবিষ্যতের হামলা আরও ভয়াবহ হবে এবং তা আমাদের পক্ষে অনেক সহজ হবে। মনে রাখবেন, আরও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী।’

error: Content is protected !!