📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পরনে লালরঙা পাঞ্জাবি। মাথায় টোপর। গলায় রজনীগন্ধার মালা। মুখে যেন হাসি এসেও আসছে না। হাত জোড় করে মীর আফসর আলি (Mir Afsar Ali) প্রশ্ন রাখলেন সোশ্যাল মিডিয়ায়, “আজ আমি নিতবর! কার বিয়েতে যাচ্ছি বলুন তো?”
বৃহস্পতিবার সন্ধে নাগাদ কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝমিয়ে যখন বৃষ্টি নেমেছে শহরজুড়ে ঠিক তখনই ঝড়ের বেগে খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার অর্থাৎ আজ সন্ধেয় দিলীপ ঘোষের (Dilip Ghosh Wedding) মালাবদল। বাংলার রাজনীতিতে এই নামের আগুপিছু পরিচয়ের দরকার পড়ে না। প্রথমে ব্যাপারটা শুনে অনেকেই ভেবেছিলেন গুজব, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।
দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির (BJP) নেতারা শুক্রবার দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াও তোলপাড়। সেই আবহেই যেন খানিকটা মজার ছলে গা ভাসালেন মীর।

