📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঙালিদের কাছে আজকের গর্বের খবর হল মমতা শঙ্করের ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রাপ্তি। তিনি যে পদ্মশ্রী পাচ্ছেন এ খবর তো ছিলই। গতকাল মঙ্গলবার পদ্মশ্রী নিজ হাতে ছুঁয়ে দেখলেন মমতা শঙ্কর। মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে তিনি পেলেন পদ্মশ্রী সম্মান। মমতা শঙ্করের সঙ্গে রয়েছেন তাঁর স্বামী চন্দ্রোদয় ঘোষ। এখন দু’জনে কলকাতা ফিরছেন পদ্মশ্রী হাতে। এ তো সকলের খুশির দিন। জীবন্ত কিংবদন্তি নৃত্যশিল্পী ও নায়িকা পদ্মশ্রী বিজয়িনী হয়ে শহরে ফিরছেন। এই গর্বের ফেরায় আজ মমতা শঙ্করের বাড়িতে কতটা উদযাপন হচ্ছে? কী ভাবে মমতা শঙ্করকে অভিবাদন জানাবেন তাঁর দুই ছেলে-বৌমারা? আজকের প্রস্তুতির গল্প করলেন মমতা শঙ্করের বড় ছেলে-বড় বৌমা রাতুল শঙ্কর ঘোষ-সুদেষ্ণা শঙ্কর ঘোষ এবং ছোট ছেলে-ছোট বৌমা রাজিত শঙ্কর ঘোষ ও সৌরিতা শঙ্কর ঘোষ।
পদ্মশ্রী নিলেন মমতাশঙ্কর, পরনে সত্য সাইবাবার দেওয়া কাঞ্জিভরম, কীভাবে উদযাপন, জানাল পরিবার
