📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিন বছর কেটে গিয়েছে। এখনও র্যাগিং নিয়ে আতঙ্ক কাটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। বছর তিনেক আগের এক অগস্টে সেখানে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার। অভিযোগ, মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে তিনি পড়ে গিয়েছিলেন র্যাগিংয়ের কারণে। তার পর ওই হস্টেল থেকে প্রথম বর্ষের সকল ছাত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিতরে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। সেখান থেকে আর মেন হস্টেলে ফিরতে নারাজ মৃত ছাত্রের সহপাঠীরা। র্যাগিং নিয়ে এখনও তাঁরা আতঙ্কিত। তাঁদের আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানিয়েছেন, তাঁরা নির্ভয়ে হস্টেলে ফিরতে পারেন। নিরাপত্তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট্স রজত রায় শনিবার আনন্দবাজার ডট কমকে এ কথা জানিয়েছেন।
পড়ুয়াদের আশ্বস্ত করেছি, মেন হস্টেলে ফিরে যাক, নিরাপত্তার দিকটা আমরা দেখব: যাদবপুরে র্যাগিং আতঙ্ক নিয়ে ডিন

