নৈনিতালে অনুষ্ঠান মঞ্চে হঠাৎ অসুস্থ জগদীপ ধনকড়, প্রাথমিক চিকিৎসার পর বিশ্রামে রাজভবনে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার উত্তরাখণ্ডের নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকা অস্বস্তিবোধ করতে শুরু করেন। মঞ্চে বসে থাকা অবস্থায় শরীর খারাপ লাগছে বলে জানান। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ মহেন্দ্র সিং পাল। তাঁর সঙ্গে কথোপকথনের মাঝেই ধনকড় অসুস্থ হয়ে পড়েন। এরপর মহেন্দ্র সিং পালের কাঁধে হাত রেখে ধীরে ধীরে অনুষ্ঠানস্থল ছাড়েন উপরাষ্ট্রপতি। মেডিক্যাল টিম এসে তাঁকে পর্যবেক্ষণ করে। প্রাথমিক চিকিৎসার পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় রাজভবনে। আপাতত সেখানেই বিশ্রামে রয়েছেন।