📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূতুড়ে ভোটার খুঁজতে যখন ময়দানে তৃণমূল, থেমে নেই বিজেপিও। ইতিমধ্যেই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে প্রতিনিধি দল। ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্যরা। এবার ভোটার লিস্ট থেকে হিন্দিভাষী ও ভাষাগত সংখ্যালঘু ভোটারদের নাম কাটার অভিযোগ তুলে সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়া হল ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনোরিটিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিন বেলা ৩ টে নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সভাপতি তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, সংগঠনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি জানান, পশ্চিমবঙ্গের ৬৫ টি বিধানসভায় ভাষাগত সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে শাসকদল তৃণমূল।
নির্বাচন কমিশনে জিতেন্দ্র তিওয়ারি – অর্জুন সিং! দেখা করলেন CEO-র সঙ্গে! কী দাবি?
