📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার ভোরে কাঁকসা মাধবমাঠ সংলগ্ন পানাগড় বাইপাসের সার্ভিস রোডে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নোয়ানজুলিতে উলটে পড়ে একটি তেলবাহী ট্যাঙ্কার। ঘটনাটি ঘটার পর থেকেই ট্যাঙ্কারের চালক ও খালাসীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্যাঙ্কারটি ভুল পথে সার্ভিস রোড ধরে আসছিল। হঠাৎ কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকসা থানার পুলিশ।
দুটি ক্রেন ও দুটি হাইড্রা ক্রেনের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টায় ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে চালক ও খালাসীকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।