নিজের দেশেই বোমা ফেলল পাকিস্তান! নিহত ৩০

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:খাইবার পাখতুনখওয়া প্রদেশে বোমা ফেলল পাক বায়ুসেনা। পাকিস্তানের বায়ুসেনার হামলায় মারা গিয়েছেন তিরিশ জন। রবিবার রাত ২টো নাগাদ পাকিস্তানি যুদ্ধবিমান থেকে আটটি LS-6 বোমা ফেলা হয় তিরা উপত্যকার মাত্রে দারা গ্রামে। সেই বোমার হামলাতেই মৃত্যু হয়েছে ওই নাগরিকদের। এ ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।