‘নিঃশর্তে আত্মসমর্পণ? ট্রাম্পের মুখে একথা মানায় না’ মার্কিন প্রেসিডেন্টকে জবাব খামেনেইয়ের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ‘আত্মসমর্পণ করতে হবে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই বলেন, ‘এই ধরনের কথা ট্রাম্পের মুখে মানায় না।’

বৃহস্পতিবার এক দীর্ঘ বক্তব্যে, ট্রাম্পের দাবি ও সাম্প্রতিক মার্কিন হামলার ‘সাফল্য’ নিয়ে তীব্র সমালোচনা করেন খামেনেই। X (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে হবে’। এধরনের কথা তার মুখে মানায় না। এ মার্কিন প্রেসিডেন্টের মতো কারও বলার উপযুক্ত নয়।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা যে সামরিক হামলা চালিয়েছিল, তা থেকে কিছুই অর্জন করতে পারেনি তারা। যদি আরও হামলার চেষ্টা হয়, তবে তার ফল ভাল হবে না।’

গত রবিবার ভোররাতে আমেরিকার B-2 বোমারু বিমান ও সাবমেরিন থেকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। ট্রাম্প বলেন, এই অভিযানে ইরানের পারমাণবিক প্রকল্প “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গিয়েছে। একে তিনি “A spectacular military success’’ বলে আখ্যা দেন।

তবে ট্রাম্পের এই মূল্যায়নের তীব্র বিরোধিতা করেছেন খামেনেই। প্রথমবার প্রকাশ্যে তিনি বলেন, ‘আমাদের প্রিয় ইরান আমেরিকান শাসনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে।’