📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বছর আটচল্লিশের বাবজি। তাঁর মৃত্যুতে একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।
বাংলার বিনোদন জগতে অতি পরিচিত ছিলেন বাবজি সান্যাল (Babji Sanyal)। টলি-টেলিই শুধু নয়, বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর সখ্যতা ছিল। মায়ের মৃত্যু পরে ১৮, একবালপুর লেনের বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালে এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাঁকে রান্নাঘরের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। এসএসকেএম-এ ময়নাতদন্তের পরে কলকাতা প্রেস ক্লাবে কিছুক্ষণ শায়িত রাখা হবে তাঁর দেহ।