📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জল ছাড়া নিয়ে DVC-এর সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজ্যের বক্তব্যকে পাত্তা না দিয়ে ইচ্ছামতো জল ছাড়ছে তারা। রাজ্য প্রশাসনকে না জানিয়েই DVC জল ছাড়ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এতেই বিবিন্ন জেলা জলমগ্ন বলে দাবি করেছেন তিনি।
না জানিয়ে জল ছাড়ছে DVC:মুখ্যমন্ত্রী

