নলিনী গুহ সভাঘরে সৃজন সাথীর “রবিতর্পণ” ও রবীন্দ্রনাথ স্মৃতি সম্মান ২০২৫ প্রদান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১০ আগস্ট রবিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নলিনী গুহ সভাঘরে সৃজন সাথী শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল “রবিতর্পণ”। কবিতা, গান, নাচ, শ্রুতি নাটক ও রবীন্দ্রনাথ স্মৃতি সম্মান ২০২৫ প্রদানকে ঘিরে ছিল এক অনন্য সাংস্কৃতিক আয়োজন।

এদিনের অনুষ্ঠানে সঙ্গীতে রবীন্দ্রনাথ স্মৃতি সম্মান পান চৈতালি রায় ঠাকুর, পিঙ্কি দত্ত ও সুমি ঘোষ। নৃত্যে সম্মানিত হন সৌম্যজিত নস্কর, নেহাল ধানুক ও সঞ্চিতা দে। আবৃত্তিতে পুরস্কৃত হন আরশী মুখার্জী, অর্পিতা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া ভট্টাচার্য্য, সুতপা ধর চ্যাটার্জী ও বিউটি ভট্টাচার্য্য। মাউথ অর্গানে সম্মান পান সোমনাথ দাস এবং শ্রুতি নাটকে বিপ্লব হালদার, সনৎ দে ও অঞ্জনা দে, সুদীপ্তা মুখার্জী ও সুমিতা ব্যানার্জী, শুভ্রা দে।

বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. পবিত্র সরকার, কৌশিক গাঙ্গুলি, স্মরজিৎ দত্ত ও মানসী রায় চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজাতা ঘোষ। উদ্বোধনী বক্তব্যে সোমনাথ ঘোষ বলেন, “রবীন্দ্রনাথের মৃত্যু দিন হয় না, তিনি প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে উপস্থিত।” তিনি অভয়া হত্যাকাণ্ডের বিচার বিলম্বের প্রতিবাদ জানান এবং অভয়ার স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সঙ্গীতে অংশ নেন প্রতিমা কর্মকার, সোহম মজুমদার, নবমিতা মুখার্জী ও অহনা চক্রবর্তী। কবিতা পাঠ করেন পদ্মা সাহা, তন্দ্রা মুখার্জী, অমৃতা বন্দ্যোপাধ্যায়, সুতপা রায়, আদিত্য দাস, মিতালী নাহা রায়, চিত্রা সোম বসু, দেবযানী সরকার, চৈতালি মজুমদার, মহুয়া মহাপাত্র ও পারিজাত চৌধুরী। শ্রুতি নাটকে অংশ নেন সোমা চক্রবর্তী ও দিলীপ রায়চৌধুরী এবং নৃত্যে সুমেধা গরাং।

মঞ্চ থেকে প্রকাশিত হয় সমাজ ধারা-এর জুন সংখ্যা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।