📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্প্রতি নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হল সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মান ২০২৫। অনুষ্ঠানটির শুরুতে সোমনাথ ঘোষ তাঁর স্বাগত ভাষণে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখালিখির ৪০ বছরের জীবন সম্পর্কে আলোচনা করেন । পাশাপাশি, কৌশিক গাঙ্গুলী এবং বরুণ চক্রবর্তীকে আজীবন লেখালিখির জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট ২০২৫ সম্মান প্রদান করেন সিদ্ধার্থ সিংহ এবং সংস্থার কর্ণধার সুজাতা ঘোষ। অতিথিদের এবং সেরার সেরা শিল্পীদের মেমেন্টো উত্তরীয় সার্টিফিকেট এবং সকল শিল্পী বন্ধুদের মেমেন্টো প্রদান করা হয় । উপস্থিত ছিলেন বরুণ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি
সিদ্ধার্থ সিংহ।
এদিন সুজাতা ঘোষের লেখা শ্রুতি সংকলন, তৃতীয় খন্ড প্রকাশ করেন বিশিষ্ট তিন অতিথি। বৃন্দাবন ঘোষের শরণাগত বইটি প্রকাশ করেন সমাজ ধারা পত্রিকা সম্পাদক সোমনাথ ঘোষ।
সিদ্ধার্থ সিংহ সুজাতা ঘোষকে উপহার দেন তাঁর সদ্য প্রকাশিত শ্রুতি নাটক সংকলন যেটা উৎসর্গ করা হয়েছে সুজাতা ঘোষকে।
সেরার সেরা সংগীত বিভাগে
অহনা চক্রবর্তী,বিপুল পাল চৌধুরী , মিতালী গোস্বামী , সোহম মজুমদার, মিতা সেন ,শুভজিৎ বোস কবিতা পাঠ করেন টুম্পা মণ্ডল ,দেবশ্রী পাঠক, মিতা নাগ ভট্টাচার্য ,সুতপা চক্রবর্তী,দীপমালা ব্যানার্জী ,শ্রাবনী বল, সঞ্চিতা দাস ,দীপিকা মিশ্র, রীতা পাল, নূপুর দে চ্যাটার্জী , শিখা দে , পারিজাত চৌধুরী,সাবিনা ইয়াসমিন, শঙ্কর কুমার রায় ,শীলা দাস ,শিখা বিশ্বাস, বিদীপ্ত ভৌমিক, সঞ্চিতা চ্যাটার্জী ,চিত্রা সোম বসু, ভাস্বতী কর ,মালতী বোস, জয়া ব্যানার্জি ,দীপা ভৌমিক।
শ্রুতি নাটক বিভাগে সেরার সেরা
অমিত শীল , জয়িতা ভৌমিক, বিশ্বজিৎ দাস, পদ্মা সাহা ,ভাস্বতি দাস ,দেবযানী চক্রবর্তী ,শম্পা মিত্র, কাকলি তিওয়ারি ,শান্তা মজুমদারসনৎ দে ,অঞ্জনা দে ।