নয়া ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মহুয়া, প্রথম অমুসলিম মহিলা হিসাবে মামলা তৃণমূল সাংসদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিল আইনে পরিণত হওয়ার পর থেকে অনেকেই মামলা করেছেন শীর্ষ আদালতে। তবে অমুসলিম প্রথম মহিলা হিসাবে মামলা করলেন মহুয়া। এর আগে অমুসলিম হিসাবে একমাত্র মামলা দায়ের করেছেন লালুপ্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা।
মহুয়া তাঁর পিটিশনে স্পষ্টই উল্লেখ করেছেন, যে প্রক্রিয়ায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করানো হয়েছে, তা সাংসদীয় রীতির পরিপন্থী। উল্লেখ্য, বিরোধীদের চাপেই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করা হয়েছিল। যার চেয়ারম্যান ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। তাঁর ভূমিকা, নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

error: Content is protected !!