📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার ওড়িশায় সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভায় ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়েককে খোঁচা দিতে গিয়ে মোদী বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, আপনারা নবীনবাবুকে বলুন, কাগজ না দেখে ওড়িশার সব জেলা ও রাজধানীর নাম বলতে..”।
প্রধানমন্ত্রীর এ কথা শুনে সেই সভায় তুমুল হাততালি পড়ে। হর্ষধ্বনিতে মুখরিত হয় সভাস্থল। কারণ, ওড়িশায় অনেকের ধারণা রয়েছে নবীন পট্টনায়েক এক টানা পাঁচটি মেয়াদ মুখ্যমন্ত্রী পদে থাকলেও ভাল করে ওড়িয়া বলতে পারেন না। উনি ওড়িশায় বিশেষ জেলা সফরে যান না। প্রধানমন্ত্রী এদিন বলেন, “মুখ্যমন্ত্রী যদি সব জেলারই নাম না জানেন, তাহলে আপনাদের যন্ত্রণার কথা জানবেন কীভাবে?”