নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১ এপ্রিল তাঁদের ডাকে নবান্ন অভিযান রয়েছে। সেই নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের। শনিবার তাঁরা জানালেন, আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন। নবান্ন অভিযান কবে হবে, সেই তারিখ তাঁরা পরে জানাবেন।
এদিন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস বলেন, “আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ-প্রশাসনের তরফে আমাদের আলোচনার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে। গতকাল ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে দফায় দফায় আলোচনা হয়। সেখানে উঠে আসে, আমরা মুখ্যসচিবের সঙ্গে আপাতত আলোচনায় বসব। আমাদের বলা হয়েছে, সঠিক পদক্ষেপ করা হবে। আজ আমরা মেইল করেছি। জানিয়েছি, আমরা মুখ্যসচিবের সঙ্গে বসতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই।” তারপরই তিনি বলেন, যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে, ততক্ষণ নবান্ন অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তাঁরা। শুধু ২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হচ্ছে। সমাধান সূত্র না বের হলে আরও বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে তিনি জানান।

error: Content is protected !!