নববর্ষে বাঙালির প্রাপ্তি, রবিবাসরীয় ইডেনে থাকছেন শাহরুখ খান

নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবাসরীয় ইডেনে ফের শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ দেখতে বাংলা নববর্ষের দিন কলকাতায় আসছেন শাহরুখ খান। ইডেনে সুপার সানডে-তে এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটের সময়।এই ম্যাচের আগে ঘরের মাঠে একটিই ম্যাচ খেলেছে কেকেআর। সেই ম্যাচ তো বটেই এমনকি, বিশাখাপত্তনম ম্যাচেও মাঠে হাজির ছিলেন কিং খান। তাঁর উপস্থিতি মানেই দলকে চাঙ্গা করা।মেন্টর গম্ভীরের হাতে এবার ভাল শুরু হয়েছে কলকাতার। টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। তাই চেন্নাইয়ের কাছে শেষ ম্যাচ হারলেও, তা নিয়ে অনুতপ্ত নয় টিম ম্যানেজমেন্ট। বরং ইডেন জয় করে নববর্ষে বাংলাকে উপহার দিতে চান নাইটরা।

error: Content is protected !!