📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোকাল ফর লোকাল-এর ডাক দিয়েছিলেন আগেই। এ বার দেশবাসীকে স্বদেশি কেনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রেতাদের উদ্দেশেও তিনি বলেন, ‘দোকানে স্বদেশি জিনিসই রাখুন। এটাই নতুন ভারত তৈরি করবে।’ নতুন স্লোগানও দিলেন, ‘কিনব তো স্বদেশিই কিনব, ঘর সাজাব তো স্বদেশি জিনিসেই সাজাব।’
‘নতুন ভারত তৈরি করতে হবে’, স্বদেশি কিনতে আহ্বান মোদীর

