📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন বছর পড়লেও দিল্লির বাতাস উন্নত হওয়ার কোনও লক্ষণ নেই। বছরের প্রথম দিনেই অত্যন্ত খারাপ ছিল দিল্লির AQI। জানুয়ারির ১ তারিখে দিল্লির গড় AQI রেকর্ড হয়েছিল ৩৭১। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী, শুক্রবার তা বেড়ে হয়েছে ৩৮৬। দূষণের সঙ্গে রয়েছে প্রবল ঠান্ডাও। শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে শৈত্যপ্রবাহ চলবে।
নতুন বছরের দ্বিতীয় দিনেও খারাপ অবস্থা দিল্লির বাতাসের, ফের বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

