📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill) নিয়ে মিথ্যে কুৎসার অভিযোগে ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকিকে (Nausad Siddiqui) আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নওসাদকে এই নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আইএসএফ বিধায়ক নিজের বিবৃতি প্রত্যাহার না করলে এবং যথাযথ ব্যাখ্যা না দিলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অবশ্য নওসাদের প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
ঘটনার সূত্রপাত, গত ৩ এপ্রিল সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়েছিল। ওই দিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওসাদ।
নওসাদ এও বলেছিলেন, ‘৩ এপ্রিল অভিষেক সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিয়ো দেখছিলাম। আমি তো এটা খুঁজছি যে, সংসদে তৃণমূলের ক’জন সাংসদ উপস্থিত ছিলেন এবং ক’জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে। তার পরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাব।’ এ ব্যাপারে অভিষেকের বিবৃতিও দাবি করেছিলেন তিনি।
তারই প্রেক্ষিতে নওসাদকে নোটিস ধরিয়েছেন অভিষেক। ঘটনা হল, ৩ এপ্রিল সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ নিয়ে ভোটাভুটির সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। এমনকী সংশোধনী বিল পাশের বিরোধিতাও করেছিলেন।