📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সরস্বতী পুজোর আগেই ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে শীত। বেড়েছে শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ১১ জানুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১০ দিনের ব্যবধানে, ২১ জানুয়ারি সেই তাপমাত্রা বেড়ে প্রায় ২৭ ডিগ্রিতে পৌঁছেছে। অর্থাৎ ১০ দিনে প্রায় ৬ ডিগ্রি পারদ উত্থান হয়েছে। এর জেরে দিনে শীত রীতিমতো গায়েব।
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, শীতের জার্নি কি শেষের পথে?

