📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: …হিন্দুরা কখনই এই কাজ করবে না’, ‘এই লড়াই ধর্ম-অধর্মের লড়াই’ পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানালেন আরএসএস (RSS) প্রধান মোহন ভগবত। সঙ্গেও এও বললেন, জঙ্গিদের হামলায় ছাব্বিশটা প্রাণ শেষ হয়ে গেল। “এই হামলা ধর্ম ও অর্ধমের মধ্যে লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে।” একই সঙ্গে স্মরণ করিয়েছেন ‘রাজধর্মও’।
এর প্রেক্ষিতে বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, “পর্যটকদের ধর্ম জেনে তারপর তাঁদের হত্যা করা হয়েছে। হিন্দুরা কখনও এমন কাজ করবে না।” এরপরই গীতার শ্লোকের উল্লেখ করে তিনি বলেন, “এই যুদ্ধ ধর্ম ও অর্ধমের যুদ্ধ।
তিনি জানান, ভগবত গীতায় হিংসার উল্লেখ এই কারণে করা হয়েছে যাতে অর্জুন লড়ে, গিয়ে মারে। অর্থাৎ পাকিস্তানকে পাল্টা জাবাবের প্রসঙ্গই টেনেছেন মোহন ভগবত। তিনি বলেন,”রাজার উচিত রাজধর্ম পালন করা…।” রাম-রাবণের যুদ্ধের প্রসঙ্গ টেনে মোহন ভগবত বলেন, “রাম কিন্তু রাবণকে সুযোগ দিয়েছিলেন। তবুও রাবণ নিজেকে পরিবর্তন করতে পারেনি। এরপরই রাম তাঁকে বিনাশ করে।” অর্থাৎ পাকিস্তানকে বারংবার সুযোগ দেওয়ার পরও যে দেশ শুধরচ্ছে না সেই কথাই বলেছেন তিনি।
‘ধর্ম-অধর্মের যুদ্ধ…’, রামায়ণের প্রসঙ্গ তুলে শক্তি প্রদর্শনের হুঙ্কার মোহনের
