ধর্মতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার চার জন, ওড়িশা থেকে আনা হয়েছিল পাচারের উদ্দেশ্যে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ গাঁজা-সহ চার জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার নারকোটিকস বিভাগ। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কলকাতাগামী একটি বাসে শহরে এসেছিলেন ধৃতেরা।
পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারকোটিক বিভাগের একটি দল শনিবার সকাল সাড়ে ৯টায় ধর্মতলার সরকারি বাসস্ট্যান্ডের কাছে একটি অস্থায়ী টায়ার মেরামতির দোকানের পাশে এলাকায় অভিযান চালিয়ে চার জন ব্যক্তিকে আটক করে। তাঁদের কাছ থেকে মোট ৬৫.৪৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হলেন অরুণ বিশ্বাস (৩৪), সুজয় বৈরাগ্য (৪১), সুবোধ সরকার (৪১), তপন কুমার বিশ্বাস(৬২)। সকলেই নদিয়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ওড়িশা থেকে কলকাতায় গাঁজা নিয়ে এসেছিলেন পাচারের উদ্দেশ্যে। পুলিশ খতিয়ে দেখছে এই চারজন অভিযুক্তের আর কোনও বড় অপরাধের পরিকল্পনা ছিল কি না। এর পিছনে কোনও বড় চক্র আছে কি না সেই খোঁজও চলছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!