দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে ধুন্ধুমার, মুখ খুললেন শমীক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক থেকে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার লঞ্চ এবং সাংবাদিক বৈঠক বন্ধ করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘১৬ আগষ্ট হিন্দু বাঙালির জন্য একটি ট্রাজিক দিন। এখন তৃণমূল ঘৃণার রাজনীতি শুরু করেছে, বাংলা বাঙালি রাজনীতি করছে। অথচ সেই সময় যদি জয়সওয়ালরা তাঁদের লোহার গোডাউন উজাড় করে না দিত তাহলে তলোয়ার তৈরি হত না, হিন্দু বাঙালি বাঁচত না। সেই ইতিহাস আজ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগে কংগ্রেস এবং বামেরা করেছে বর্তমানের তৃণমূল সরকার করছে। এই ৩ জন একই। এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করছে। আজকে বেঙ্গল ফাইলের ট্রেলার না লঞ্চ করতে দেওয়াটা পশ্চিমবঙ্গ এর জন্য অত্যন্ত লজ্জার একটা দিন। এটা কোনও সুস্থ সমাজে কাঙ্খিত নয়। আমরা অপেক্ষা করছি পশ্চিমবঙ্গের শিল্পী মহল থেকে কোনও প্রতিবাদ হয় কিনা। ‘