📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খাতায় কলমে তিনি অনেকদিনই ‘টেকেন’। এবার আনুষ্ঠানিক বিয়ে সারলেন সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral) ‘নন্দিনী দিদি’ (Nandini didi)। দোলের দিন সিঁথি রাঙা হয়ে উঠল তাঁর। কিছুদিন আগে ফেসবুকে লাইভে (Facebook live) নিজেই ভাগ করে নিলেন খুশির খবর সবার সঙ্গে। পরিণীতা (Newly married) হাসিখুশি নন্দিনীকে (Nandini didi) বলতে শোনা গেল, ‘দোলের (Holi) দিন সবাই রং খেলছিলেন, আমি সিঁদুর খেলেছি। এতদিন অপেক্ষার পর দিনটা আমার জীবনে এসেছে।’
সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়েছে সবার প্রিয় দিদি নন্দিনী গঙ্গোপাধ্যায়ের (Nandini Ganguly) বিয়ের ভিডিও। ব্লগার তিথি দাস শেয়ার করেছিলেন নন্দিনীর সিঁদুরদানের মুহূর্ত। বিয়ের সকালের গায়ে হলুদের (Haldi) ভিডিও এবার তিনি নিজেই ভাগ করে নিলেন সমাজমাধ্যমের পাতায়।