দেশে আরও বাড়ল করোনা সংক্রমণ, কোন রাজ্যে কত আক্রান্ত? চমকে উঠবেন তালিকা দেখলে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবারের পর, সোমবারেও বেড়েছে করোনা সংক্রমণ। সোমবার কেন্দ্র জানিয়েছিল দেশে হাজার ছাড়িয়েছে সংক্রমণ। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা সংক্রমণ ছিল ১০০৯। আরও একজন আক্রান্ত হয়েছেন সোমবার। মঙ্গলবারের তথ্য, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০১০।

১৯ মে-র পর থেকে, দেশে সংক্রমিত হয়েছেন ৭৫৩ জন। তথ্য, নতুন ঢেউয়েও সংক্রমণের আঁতুড়ঘর সেই কেরল। সে রাজ্যে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা ৪৩০। ১৯ মে-র পর, কয়েকদিনে সংক্রমণ বেড়েছে ৩৩৫। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ২১০ । ১৯ মে-র পর সে রাজ্যে এক ধাক্কায় ১৫৪ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা ১০৪। ১৯ মে-এ পর নতুন করে ৯৯ জন আক্রান্ত হয়েছেন দিল্লিতে। গুজরাটে ১৯ মে-র পর নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৮৩।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যে কেরলে সম্প্রতি করোনায় মৃত্যু হয়েছে একজনের।

করোনার নতুন ঢেউয়ের মাঝেই, ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের। শনিবার এনবি.১.৮.১ এবং এলএফ.৭-এর চার ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ।

২০২৫ সালের মে পর্যন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলএফ.৭ এবং এনবি.১.৮.১ সাবভেরিয়েন্টগুলিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিংহিসাবে শ্রেণিবদ্ধ করেছে, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে নয়।কিন্তু চিন এবং এশিয়ার নানা জায়গায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যে।