📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার গোটা দেশ জন্মাষ্টমী উৎসবে মেতেছে। অথচ, কেরল কৃষ্ণের জন্মতিথির উৎসব পালন করবে প্রায় একমাস পর, ১৪ সেপ্টেম্বর। কিন্তু জন্মাষ্টমী পালনের দিন নিয়ে এই ফারাক কেন? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘ভারতের প্রায় সর্বত্রই শনিবার জন্মাষ্টমী পালিত হলেও কেরলে হয়নি। সেখানে জন্মাষ্টমী উৎসব পালন হতে চলেছে আগামী ১৪ সেপ্টেম্বর। কারণ তাঁরা মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী চলে।’ পাশাপাশি শশীসুলভ মজাদার স্টাইলে প্রশ্ন করেন, ‘ভগবান কি একসঙ্গে দুই দিনে ছয় সপ্তাহ ব্যবধানে জন্মাতে পারেন?’ জনপ্রিয় সাংসদের আরও প্রশ্ন, ‘যদি বড়দিন সারা বিশ্বে একই দিনে পালিত হয়, তবে হিন্দু উৎসবে তার অন্যথা হবে কেন?’ শশী থারুরের এমন পোস্টের পরই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।