📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তরপ্রদেশের আগ্রার একটি স্কুলের অদ্ভুত ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনের ভিতর এই অবস্থা দেখে বিরাট সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। উত্তর প্রদেশের, আগ্রার একটি স্কুলে এক শিক্ষিকা দেরিতে এসেছিলেন। এই ‘দোষেই’ স্কুলের প্রধান শিক্ষিকা আরেকজন শিক্ষিকা গুঞ্জন চৌধুরীর উপর চড়াও হন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকার উপর ঝাঁপিয়ে পড়েন প্রধান শিক্ষিকা। তাঁকে মারধর করা হয়, এমনকি জামা কাপড় অবধি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। যদিও, ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।