নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেবের গলায় এবার জয় শ্রীরাম ধ্বনি। বুধবার রামপুজোর আয়োজন করেছিল ঘাটালের রামনবমী উৎসব কমিটি |গত কয়েক বছরে ‘জয় শ্রীরাম’ ধ্বনির আলাদা করে পরিচিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বহু ক্ষেত্রে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখে, পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। রামনবমীর অনুষ্ঠানে দেবের এই স্লোগান আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দেব বলছেন, ঠাকুর কারও একার নয় ! আর বিরোধী দলনেতার খোঁচা, ভক্তি নয়, ভয়ে বলছেন ।