📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধোঁয়াশা ও দূষণে দমবন্ধ পরিস্থিতি দিল্লির। দীপাবলির পর থেকে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ‘ক্লাউড সিডিং’ করেও লাভ হয়নি। নানা বিধিনিষেধেও দূষণের মাত্রা উদ্বেগ বাড়িয়েই রেখেছে। এমতাবস্থায় দিল্লি সরকার রাজ্যে ৫০ শতাংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দিল। কেবল সরকারি নয়, বেসরকারি সংস্থাতেও এই নিয়ম চালু করতে বলা হয়েছে। নিয়মের অন্যথা হলে কড়া জরিমানার হুমকি দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দূষণে শ্বাসরুদ্ধ দিল্লি, সরকারি-বেসরকারি সমস্ত সংস্থায় ৫০ শতাংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ

