📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপারেশন সিঁদুর অন্য চার-পাঁচটা অভিযানের মতো ছিল না। আমরা শত্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনিশ্চিত ছিলাম। তাই এটি দাবা খেলার মতো ছিল। আর এই খেলায় আমরা পাকিস্তানকে কিস্তিমাত করে দিয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, “অপাররেশন সিঁদুর দাবা খেলার সমান ছিল। আমরা জানতাম না শত্রুর পরবর্তী পদক্ষেপ কী হবে। একে গ্রে জোন বলা হয়। যার অর্থ হল আমরা চেনা ছকের কোনও অভিযানে যাচ্ছি না। আমরা দাবার চাল তৈরি করছিলাম। অন্যদিকে শত্রুপক্ষও তাই করছিল। তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই আমরা তাদের কিস্তিমাত করে দিয়েছি। তবে আমাদের ঝুঁকিও কম ছিল না। কিন্তু এটাই তো জীবন।”
‘দুর্বল পাকিস্তানকে আমরা কিস্তিমাত করে দিয়েছি’, অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার সেনাপ্রধানের
