দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, মাথায় গুরুতর চোট !


নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোটের মুখে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বারাসাতের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রাম দিঘবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে বারাসাত সাংগঠনিক কার্যালয়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তৃণমূল প্রার্থীর গাড়ি। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন। মাথায় গুরুতর চোট পান। দুর্ঘটনার পর তাঁকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামে দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসাক পর নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।ভোট প্রচারে প্রচার গাড়ি নামিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিগত পাঁচ বছরে বারাসাতের জন্য় তিনি কী কী কাজ করেছেন, তা অডিও ভিজ্য়ুয়াল মাধ্য়মে তুলে ধরা হচ্ছে। দিনকয়েক আগেে বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরতে শুরু করে এই প্রচার গাড়ি। যা নিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বাংলায় দুর্নীতি হয়েছে। শিলান্য়াস হলেও উন্নয়ন হয়নি। তাই ভোটের আগে বাংলার মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলে আক্রমণ শানান বিজেপি প্রার্থী। যদিও কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য়, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের আগে মানুষের কাছে পৌঁছতেই এই উদ্য়োগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *