দুর্গাপুজোয় লক্ষ্মীর ভাণ্ডার-এর অর্থ, মহিলাদের বড় পদক্ষেপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দুর্গাপুজোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার উজাড় করে গিলেন বাঁকুড়ার কেশাতড়ার মহিলারা। আর তাতেই জমা হয়েছে মোটা টাকা। সেই অর্থ দিয়েই ধুমধাম করে চলতি বছরের পুজো অনুষ্ঠিত হবে, আশাবাদী উদ্যোক্তারা। গ্রামের ‘লক্ষ্মীদের’-দের এই উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারা।