দুয়ারে তৃণমূল, মন্দিরে দেবশ্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা নির্বাচনের প্রচার মধ্য গগনে। রাজ্যে এখনও ভোট না হওয়া আসনে সকাল – সন্ধে তুঙ্গে নির্বাচনী ক্যাম্পেন। মোটের উপর প্রথম কিংবা দ্বিতীয় হওয়ার দৌড়ে থাকা প্রার্থীরা এখন এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন। রাজনৈতিক দলের সিকি নেতারাও ব্যস্ত কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ছবি সম্পূর্ণ বিপরীত। রাজ্যের ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম সেফ সিট দক্ষিন কলকাতা তাসত্ত্বেও এখানকার প্রার্থীর পাশাপাশি জোড়া ফুল বিধায়ক থেকে কাউন্সিলর নাওয়া খাওয়া ভুলে প্রতি দিন, নিয়ম করে রাজনৈতিক ভাষায় ডোর টু ডোর করছেন, মানুষের কাছে পৌঁছনোর জন্য। এই কেন্দ্রের অন্তর্গত সাত সাতটি বিধানসভা দীর্ঘ দিন ধরেই তৃণমূলের দখলে রয়েছে। এতো অনুকূল পরিবেশেও প্রচারে কোনো রকম শিথিলতা দেখাতে চাইছে না তৃণমূল শিবির।

মুদ্রার অপর দিকের ছবি একেবারে উল্টো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কলকাতা দক্ষিনে এমনিতেই ভারতীয় জনতা পার্টির সংগঠন খুবই দূর্বল, তার বড় উদাহরণ বালিগঞ্জ উপ নির্বাচনের ফলাফল। এই কেন্দ্রে এবারের পদ্ম প্রার্থী দেবশ্রী চৌধুরী আদপে উত্তরবঙ্গের মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে , বিজেপি প্রার্থী প্রচারে আরো গতি সংযোজনের প্রয়োজন রয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে তিনি শুধুমাত্র মন্দির দর্শনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। সূত্রের খবর, যা নিয়ে চিন্তিত বিজেপির শীর্ষ নেতৃত্ব ।

error: Content is protected !!