দু’মাস হাওড়া শাখায় যাত্রী ভোগান্তির আশঙ্কা, কোন ট্রেন কোন রুটে চলবে? রইল তালিকা

নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। রেলের সেতু রক্ষণাবেক্ষণের কারণে প্রায় দু’মাসের জন্য হাওড়া ডিভিশনের রেল চলাচলের সময়ের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগামী ১৫ এপ্রিল থেকে কাজ শুরু হবে কাজ। চলবে ২২ জুন পর্যন্ত। আগামী দু’মাস প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালি এবং হাওড়া-বর্ধমান মেন শাখার রেল ব্রিজে কাজ চলবে। ফলে ওই শাখার যাত্রীরা দুর্ভোগের শিকার হতে পারেন। এছাড়াও এক্সপ্রেস ট্রেনের রুট বদল করা হয়েছে। দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এই তিনটি ট্রেন ব্যান্ডেল ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে।

error: Content is protected !!