নিজস্ব সংবাদদাতা, Todays Story: তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে বঙ্গবাসীর। এবার হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের তিন জেলায় ঝুপারে বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং ,কালিম্পং ও জলপাইগুড়িতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি মিলছে না এখনই। শনিবারেও তাপপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তি ফিরতে পারে শনিবার সন্ধের পর। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির হতে পারে । সঙ্গে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।