দীর্ঘ দিনের দাবি পূরণ, কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত চালু লোকাল ট্রেন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল শুরু হলো শনিবার থেকে। এ দিন দুপুর ১২টায় আমঘাটা স্টেশন থেকে একটি ট্রেন কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল চালানোর দাবি করছিল। তাঁদের দাবি পূরণ হওয়ার উচ্ছ্বাস ছিল নজরকাড়া। এ দিন সেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে রেলের পদস্থ আধিকারিকরা। যদিও এ দিন অনেকেই দাবি করেন, নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল করলে আরও অনেকের সুবিধা হতো।