দীপাবলির রাতে নির্ধারিত সময় পেরিয়ে বাজি ফাটানোর অভিযোগ, কলকাতায় গ্রেপ্তার ১৮৩ জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীপাবলির রাতে শব্দ বাজির তাণ্ডব। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে সময় পেরিয়ে যাওয়ার পরেও বাজি ফাটানোর অভিযোগে কলকাতায় ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কালীপুজোর রাতে বাজেয়াপ্ত হয়েছে ৮৫২ কেজি বাজি। গত ১০ দিনে এখনও পর্যন্ত ৮৪২২ কেজি বাজি বাজেয়াপ্ত হয়েছে।