দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের প্রাক্কালে উৎসবের শহর নদীয়ার শান্তিপুর সূত্রাগরে মানুষের ঢল যেন দ্বিতীয় জগদ্ধাত্রী শোভাযাত্রা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩০ এপ্রিল দীঘায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর। এই অনুষ্ঠানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান করা হচ্ছে। তবে নদীয়ার শান্তিপুরবাসী অর্থাৎ শান্তিপুর পৌর নাগরিকবৃন্দ এই অনুষ্ঠানকে সামনে রেখে বিরাট জায়েন্ট স্কিনের মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সকল শান্তিপুরবাসীকে জগন্নাথ মন্দিরের দর্শন করাতে বদ্ধপরিকর হয়েছে। শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে বিরাট জায়েন স্ক্রীন লাগানো হয়েছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য আর সেই জাহিন স্কিনের সামনে অগণিত মানুষের ঢল নেমেছে সেই ঐতিহাসিক মুহূর্তকে চির স্মরণীয় করে রাখতে। তবে শুধু শান্তিপুর পৌর নাগরিকরাই নয় , শান্তিপুর জুড়ে আগামীকাল বিভিন্ন জায়গাতে জায়েন্ট স্কিনের মাধ্যমে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর হয়েছে। তবে শুধু রাজনৈতিক দলের ব্যক্তিত্ব তাই নয় সারা শান্তিপুরবাসী তাদের বাংলায় জগন্নাথ ধাম হওয়াতে যথেষ্টই খুশি তথা এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং তার দর্শন পেতে এখন থেকেই ভিড় জমাচ্ছে, জায়েন্ট স্ক্রিন গুলির সামনে।
শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন কাউন্সিলর সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে সমগ্র সূত্রাগড় অঞ্চল যেখানে মহিলারা উলু শঙ্খ ধ্বনি এবং প্রদীপ হাতে অংশগ্রহণ করেন অন্যদিকে পুরুষরা শ্রীখোল এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহ জগন্নাথ দেবের প্রার্থনা এবং গান বাজনা সহ পায়ে পা মিলান একসাথে সকলের কপালেই চন্দনের তিলক মুখে জয় জগন্নাথের ধ্বনী। এদিন শ্যামচাঁদ মন্দির থেকে এরকমই একটু সহজ একটা পরিক্রমা হবে বলে জানা গেছে। আর বিকালে শুভ উদ্বোধনের দৃশ্য ধরা পড়বে শান্তিপুরের আগ্রহী মানুষজনের কাছে জায়েন্ট ক্রিমের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!