দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড়! হামলাকারী কে? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বুধবাসরীয় সকালে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয় বলেই জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই আততায়ী? কেনই বা এই হামলা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অভিযুক্তের বয়স ৪১ বছর (অন্য এক সূত্রের দাবি ৩৫)। তাঁর সঙ্গে ছিল কিছু নথিপত্র। নিজেকে তিনি রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া বলে পরিচয় দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি রাজকোটের বাসিন্দা বলেই দাবি। হামলার অব্যবহিত পরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুরু হয়েছে মামলার তদন্ত।