দিল্লির বাতাস ‘খুব খারাপ’, কী জানাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে শনিবার সকালেও দেখা গেল ঘন কুয়াশা। অধিকাংশই মাস্ক পরে ছিলেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার  সকালে সেখানে বাতাসের  গুণমান (AQI) ৩২২। যা ‘খুব খারাপ’ বলে বিবেচিত হয়।